Uncategorized

Growing Together Rehab and Therapy Center (GTRT)– আপনার শিশুর অটিজম চিকিৎসা তে সবচেয়ে নির্ভরযোগ্য নাম

অটিজম ও এর প্রভাব সম্পর্কে জানা

সন্তানের অটিজম সম্বন্ধে বাবা-মা GTRT এর মাধ্যমে জানতে পারবেন। কোন সন্তান যদি অটিজন স্পেক্ট্রাম ডিজওর্ডারে আক্রান্ত হয় তবে সেই ব্যাপারে বাবা-মাকে বিজ্ঞানসম্মত তথ্য দেয় GTRT। তারা তখন অটিজম এবং পরিবারে এর প্রভাব সম্বন্ধে জানতে পারেন।

অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত সন্তানকে বেড়ে তোলার জন্য প্রয়োজনীয় কৌশল শিক্ষা দেওয়া – অটিজম আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সেবা ও কৌশল সরবরাহ করে GTRT। শিশুদের জন্য আলাদা আলাদা থেরাপি সেশানেরও ব্যবস্থা রয়েছে।

বাবা-মাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান ও আলাদা হয়ে থাকা থেকে রখা করা – যেসব বাবা-মা এর সন্তানেরা অটিজমে আক্রান্ত সেসব বাবা মা’রা যাতে মানসিক সহায়তা ও সমর্থন পেয়ে থাকে সে বিষয়ে সাহায্য করে থাকে GTRT। তাই বাবা-মা’রা সবসময় আমাদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা পেয়ে থাকেন।

চিকিৎসার দরুন নেতিবাচক প্রভাব হ্রাস – আমরা বিহেভিয়ার থেরাপি ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মত বেশ কিছু ব্যবস্থা রেখেছি যা অটিজম চিকিৎসার দরুন নেতিবাচক প্রভাব হ্রাসে সহায়তা করে।

অটিজম আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য একটা ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা – আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য ইতিবাচক ভবিষ্যৎ, সঠিক ভবিষ্যৎবাণী, বিশেষজ্ঞ কর্তৃক আদর্শ গাইডলাইনের ব্যবস্থা করে থাকি।

অটিজম আক্রান্ত শিশুর পরিবারের জন্য Growing Together Rehab and Therapy Center কি কি সেবা দিয়ে থাকে?

আমরা অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জন্য বিভিন্ন সেবা প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা। প্রত্যেকের নিজস্ব শক্তির দিক ও দুর্বলতা আছে। আমরা তাই চিকিৎসা করার পাশাপাশি এসব মূল্যায়ন করে থাকি।

মূল্যায়ন ও চিকিৎসা

আমাদের বিভিন্ন প্রক্রিয়া ও সরঞ্জামাদির মাধ্যমে আমরা প্রকৃত মূল্যায়ন ও চিকিৎসা করে থাকি। আমরা যেসব প্রক্রিয়া ব্যবহার করে থাকি –

  • কাঠামোগত ক্লিনিক্যাল ইন্টারভিউ
  • ডায়াগনোস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজওর্ডার, পঞ্চম এডিশান (DSM-5) ক্রাইটেরিয়া ফর পারভেসিভ ডেভালপমেন্টাল ডিজঅর্ডার ও অটিজম
  • অটিজম ডায়াগনস্টিক অবজারভেশনাল স্কেডিউল, দ্বিতীয় এডিশান (ADOS 2) অরিজিনাল কিট

ব্যবস্থাপনা/থেরাপি

প্রত্যেকের শক্তি, দুর্বলতা, কৌশল ইত্যাদির উপর নির্ভর করে আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সহায়তার পরিকল্পনা করে থাকি। আমাদের লক্ষ্য হল অটিজমে আক্রান্ত শিশু ও তাঁর পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আমাদের ব্যবস্থাপনাগুলোর মধ্যে রয়েছে –

  • অকুপেশনাল থেরাপি
  • স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি
  • সাইকো থেরাপি
  • বিহেভিওর থেরাপি
  • সামাজিক দক্ষতা থেরাপি
  • গ্রুপ থেরাপি
  • পরিবার ও যুগল থেরাপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *